ঐক্য বাক্য মাণিক্য কচি ঠোঁটে
শৈশব তুমি, স্মৃতিদের চেনা সুর।
তুমিই আমার বোধোদয় কথামালা
শাসন বারণ পরিচিত রোদ্দুর।
তোমাকে ছুঁয়েই স্লেট পেনসিল বেলা
স্কুল টিউশন, বাবার বকুনি সেই!
তুমি আছো আজও শ্রদ্ধার ছায়াপথে
জীবনের পথে শৈশব শুধু নেই।
সুর তোলে স্মৃতি, শ্রদ্ধার ভায়োলিনে
তোমার চরণে পৃথিবীর কতো ঋণ!
সাদা তুলো মেঘ, কাশ ফুল ডেকে বলে
আজ শরতের বেলা, তোমার জন্মদিন।