কিছু ভুল মুছে যায়
থেমে যায় কান্না।
কিছু ভুল কোনোদিনও
শোধরানো যায় না!

কিছু ভুল, ফুল হয়ে
ঝরে যায় অবেলায়!
কিছু ভুল তোলা থাকে
হৃদয়ের আলনায়।