স্বাধীন হলো, সব ঠিক আছে
মানছি ষোলআনা,
আর যাইহোক, ভাঙার খেলা!
এ কেমন উন্মাদনা!
এবার থেকে ধ্বংস খেলা
সব তোমাদের দায়,
দোষ চাপানোর একটা নারী
হাসিনা আর নাই!
দেশ সম্পদ নষ্ট করে
হাসিল কিছু হবে!
লাভ যদি হয়, আগুন দিও
জ্বালিয়ে দিও তবে।
সবাই আসে ভাঙার খেলায়
গড়তে ক'জন আসে!
ভাঙনধারী সবাই নাকি
দেশকে ভালোবাসে!
অবশেষে ছাড়লে না ভাই
মুজিব ভেঙে দিলে!
দোষী হলো প্রাণপাখি, আর
মাছ খেল সব চিলে!
যতই ভাঙো, ভাঙতে থাকো
হবে না তার ক্ষয়,
মনে রেখো মুজিব ভাঙা
এত্তো সহজ নয়।
কত্তো শহীদ কাঁদছে দেখো
কান পেতে আজ শোনো,
মুজিব ভেঙে ইতিহাসটা
যাবে কি বদলানো!