(১)
পৃথিবীর বুকে সন্ধ্যা নেমে এলেই
হাওয়ারা শরীর খুঁজে পায় ।
মাদুর বিছিয়ে, ফিরে ফিরে আসা বন্য সন্ধ্যায়
কবিতা লিখছে তসলিমা ।
(২)
মাটির ভিতর অ্যালকোহল পুঁতে
তার উপর বীজ বুনে দাও ।
দেখো, কি পাও - কি হারাও ।
বৃক্ষ হলে, তার ছায়ায় বসে
কবিতা লিখবে রবীন্দ্রনাথ ।