আমার জানলা খোলা ঘর
আমার গল্পে ওড়া ধূলো,
আজ 'তুই'-টা আমার পর
আমি ভীষন এলোমেলো।

আমার ছেঁড়া কাঁথায় সুখ
তুমি অন্য বুকে থাকো,
আজ আমার ভাঙা বুক
তুমি মেঘ ভাঙা রোদ মাখো।

আমার গল্পগুলো বেশ
আমি আর কাঁদি না রাতে,
আমার হারিয়ে যাওয়া দেশ
ওই তোমার আঁচলটাতে।