অলিখিত কিছু গল্প হঠাত্ই
কবিতার রঙে সাজে,
স্মৃতির দুয়ারে কলিং বেলটা
বেজে ওঠে মাঝে মাঝে।
কত বনলতা জীবনের পথে
জীবনানন্দ আঁকে,
হারালেও তারা আজীবন তবু
কবির হৃদয়ে থাকে।
মাঝখানে কিছু স্মৃতির ফুলেরা
ঝরে যায় বেলাশেষে,
হিসেব থাকে না, কত প্রিয় মন
কাঁদে আজও ভালোবেসে!