জলের উপর চাঁদের ছায়া
স্মৃতির ছবি আঁকে,
ছুঁতে গেলেই জল থইথই
যায় না ধরা তাকে।
ধরছি এখন জোনাক পোকা
জ্যোৎস্না পাড়ায় বাড়ি,
স্মৃতির পোকা বুকের ভিতর
ছড়ায় মহামারী!
ছড়ায় কতো গল্প কথা
আলোর মেঘে মেঘে,
স্মৃতির মানুষ ঘুমায় এখন
উঠবে না আর জেগে।