ঘুমভাঙা চোখে চেয়ে দেখো মেয়ে
তোমার দুয়ারে দাঁড়ায়েছে ঈশ্বর ।
জল থই থই শরীর ভাঙছে দাঁত
রক্ত হাতের মুঠোয় বাঁচা রাত
শিখছে মেয়ে নতুন ধারাপাত-
বাজার মূল্য দর
ওরা বড্ডো স্বার্থপর
ঘর নেই যার ভাঙবে কিসের ঘর ?
গলির কোনে ক্ষুধায় মরে হাজারটা ঈশ্বর !