নিউক্লীয় নেহেরুর কক্ষপথে
হিসেবী প্রোটন কণার মজনু মহাদেব
জটায় বেঁধেছে সাতচল্লিশের ভাঙা চাঁদ!
গান্ধী গরল গঙ্গা হয়ে বয়ে গেছে :
'উড়ো খই বিন্দায় নমঃ' ...
স্বাধীনতা মুখে আঁশটে গন্ধ নিয়ে পথ হাঁটে ...
রাজপথের প্রস্থ মাপে পথকাটা বেড়াল
ট্রাফিকের মরা লাশের উপর জাবর কাটা গরু
না সিম্বলের কম্বল জড়ানো নিরপেক্ষ গদিটায়
সিম্বলিক পাখিটা ডিম তা দেয় - সঠিক উষ্ণতায়
জঙ্ঘা বেয়ে গড়িয়ে পড়া রক্ত বড্ডো গরম
স্বাধীনতা ভিজে যায়...স্বাধীনতা পুড়ে যায়...