মেঘ কাঁদলে বৃষ্টি ঝরে
জল থই থই নদী
আমার এ মন হঠাৎ করে
মেঘ হয়ে যায় যদি!

মেঘের পাশে রৌদ্র থাকে
সান্ত্বনা দেয় কতো
আমার আছে শূন্য শহর
হারিয়ে যাওয়ার মতো।

সত্যি করে বলোতো মেঘ
কেমন আছো তুমি?
এখন কি আর আগের মতো
আসে না মৌসুমী?

শুনেছিলাম এখন নাকি
দূর শহরে থাকো
রোদকিশোরী আজও একা
খবরটা কি রাখো!

দেখা হলেই প্রশ্ন করে -
মেঘের খবর আছে?
ফিরলো না আর, সেই যে কবে
দূর শহরে গেছে!

আমি বলি- ফিরবে ঠিকই
হয়তো কাজে তাড়া
শিশির বেলার ঘাস ফড়িংও
বড্ড দিশেহারা!

একদিন হঠাৎ ফিরলো যে মেঘ
জাগলো মনে আশা
হায় কিশোরী! এখন যে তার
অন্য ভালোবাসা।

অন্য প্রেমী আকাশ ঢেকে
মেঘের বুকে হাসে
মেঘকে আজও রোদকিশোরী
বড্ড ভালোবাসে।