শূন্য থেকে শুরু জীবন
শূন্যে গিয়েই শেষ,
শূন্য দিয়েই মিলবে হিসেব
থাকবে না ভাগশেষ।

ফিরবো সবাই সময় হলে
আজ কিংবা কাল,
শরীরটা নয়, কর্মগুলোই
বাঁচবে হাজার সাল।