মন থেকে মনে, অভাবে-স্বভাবে
চলে বদলের খেলা,
কারো ভাগে থাকে কি দারুণ প্রেম
কারো ভাগে অবহেলা!

চাহিদার পথে ক্লান্তি থাকে না
কোথায় শেষ কে জানে!
কেউ কি কখনো বুঝতে চেয়েছি
জীবনের কি বা মানে!

এভাবেই চলি, বেহিসেবি হয়ে
হিসেব রাখি না পথে,
কর্মের ফল ঠিকই ধরা দেয়
সময়ের মতামতে।