মানুষের কাছে ফাঁকি দিও তুমি
সময়ের কাছে নয়,
সময় তো জানে চরিত্র গুন
স্বভাবের পরিচয়।
ভালো-মন্দটা জীবনের পথে
থাকবেই সারাক্ষন,
তবুও নিজেকে সংযত করা
একান্ত প্রয়োজন।
অন্যের দেখে অতি চাহিদায়
ঢেকো না মনের ঘর,
যা আছে তাতে শান্তিতে থেকো
খুশি হবেন ঈশ্বর।
পৃথিবীও জানে দিনের শেষেতে
ঢাকবে অন্ধকার,
তবুও তো চাঁদ, চেষ্টায় থাকে
আলোটুকু বাঁধবার।
তোমার আকাশেও উঠবে গো চাঁদ
কর্মটা ভালো চাই,
নইলে দেখবে প্রয়োজন শেষে
কেউ কোত্থাও নাই!
মানুষের কাছে পেতে পারো তুমি
শত খারাপের মাফ,
পিছু যে তোমার ছাড়বে না কভু
সময়ের অভিশাপ।