বেহিসেবী নিস্তব্ধতা নিয়ে বর্ণপরিচয় শেখে
নিঃসঙ্গ নদী

রহস্যের রিংটোন রিসিভার খোঁজে
মিরজাফরীয় মুঠোফোনের পাড়ায় পাড়ায় ...
রাত্রি ঝরে... রাত্রি পোড়ে অসমাপ্ত ঋণের মদির মাদুরে

প্রেয়সীর স্তন থেকে গড়িয়ে পড়ে পলাশীগন্ধ দুধ ...

রজনীগন্ধা ভোর পানকৌড়ি ডুব নিয়ে
পরিণত হতে চায়
পরিব্রাজক প্রেমের আঁশটে অন্তর্বাসী অ্যালকোহলে ...

বিষাদের বাদামীবাষ্পে কোনো বৃষ্টির গন্ধ নেই এখন

লাউয়ের মাচা থেকে বোতাম ছেঁড়া অরন্য ঝরে পড়লেই
তুমি বেশ সুন্দরী হয়ে ওঠো ঈশ্বরী !