হলুদ পাতার খাম ছিঁড়ে ছিঁড়ে
তোমার জন্ম হোক
তাদের জন্ম হোক ।

ফুল পাখি গাছ, নদী নারী বন
জেনে গেছে আজ তারই প্রয়োজন,
রাত ভাঙানির শ্লোক
বাষ্পায়নের মেঘ হয়ে যাক
অসভ্য নির্মোক ।

সেই মেঘখানি মরুভূমি পাক
ফোঁটাগুলো সব বালিতে হারাক
তারই হাত ধরে যতনে শুকাক
আলপিন গাঁথা চোখ
কালের গর্ভে জমে থাক যত
মহাসাগরীয় শোক ।

তোমার জন্ম হোক

হলুদ পাতার খাম ছিঁড়ে ছিঁড়ে
তাদের জন্ম হোক ।