শরতের বনে শিউলি ফুটেছে
অপুরা উঠেছে মেতে,
দুর্গারা আজও শৈশব খোঁজে
শরতের পথে পথে।

পথের পাঁচালি খোঁজে ফেরে পথ
ছড়িয়ে আলোর দ্যুতি
স্মৃতির শহরে বয়ে চলে নদী
শ্রাবনের ইছামতি।

বিভূতি আকাশে ভেসে যায় মেঘ
অপুদের ছবি আঁকে,
চোখের আড়ালে ভাই বলে যেন-
দুর্গারা আজও ডাকে।

রেলগাড়ি আজও চলে ঝিকঝিক
ভোরের শিউলি ঝরে,
সযতনে রাখা পুঁতির মালাতে
পথের পাঁচালি ওড়ে।

পড়ে আছে কত খেলনার কড়ি
আম আঁটি আর ভেঁপু,
দুর্গারে তুই ফিরে আয় ঘরে
কাঁদে আজও তোর অপু।