শান্তি তুমি থাকলে না আর
পথের আঁকে-বাঁকে,
এখন আমার মন পাড়াটায়
অসুখ ঘিরে থাকে।
সুখের তালা খুলতে গেলেই
ঘুরছে না আর চাবি,
সেই যে কবে ফেলেই গেছো
আদুরে নাকছাবি।
শান্তি তুমি খুব বেহায়া!
দাও না ধরা বুকে,
তোমায় ফিরে আসতে হবে-
বলি না আর মুখে।