কবির কখনো মৃত্যু হয় না
সৃষ্টিতে বেঁচে থাকে,
এই পৃথিবীও সময়ের সাথে
রাখবেই মনে তাঁকে।

নিরব শব্দ, ছন্দের আলো
ভাবনায় মেশে কতো,
কবির জীবনী আজীবন ভর
থাকে না ব্যক্তিগত।

হে প্রিয় কবি, ফিরে গেলে আজ
না ফেরার দূর দেশে,
গেঁথে আছ তুমি আমাদের মনে
কবিতায়, ভালোবেসে।

পৃথিবীতে এলে ফিরে যেতে হবে
সময়ের কি বা দোষ,
শ্রদ্ধার সাথে তোমার চরণে
প্রণাম শঙ্খ ঘোষ।