ইচ্ছেমতো তর্ক জমাই
ইচ্ছেতে নেই শেষ
তোমার আমার শূন্য ঝুলি
ইচ্ছেঘুড়ির দেশ।
সবজান্তা সবাই এখন
জেতার নেশা তাই
আমিই সেরা, আমার পিঠেই
সাব্বাশিটা চাই।
ব্যাঙটা যদি সাপ বলে দিই
তবুও নয় হার
ভুল করেছি- করলে স্বীকার
প্রেস্টিজ পামচার।
রোগটা এখন সবখানেতেই
ডাইনে হোক বা বাম
চায়ের দোকান, আড্ডাতে বা
ফেসবুক ইনস্টাগ্রাম।
আমরা এখন অল্প জেনেই
তিলকে করি তাল
'অল্পবিদ্যা ভয়ংকরী'
যুক্তিতে জঞ্জাল।
তার মাঝেতেও কিছু মানুষ
চুপটি করে রয়
নিরব থাকা মানেই সেটি
দুর্বলতা নয়।