মিছিল পায়ে হাঁটছে অসুখ
হাঁটছে ভাঙা মন,
প্রিয়জনের মন জুড়ে আজ
প্রেমের সিংহাসন।
সেই আসনে নতুন রাজা
নতুন রাজ্যপাট,
আমার আছে শূন্যতা এক
নগ্ন খোলা মাঠ।
সেই ইতিহাস থাকবে পড়ে
লিখবে না আর কেউ -
এই প্রেমিকের ঘর ভেঙেছে
সাত সাগরের ঢেউ!
নতুন রাজ্যে রাজরাণী আজ
সুখেই বাঁধো ঘর,
জানবে না কেউ- তুমিই আমার
সর্বনাশের ঝড়!
ভোরের রৌদ্র তোমার ঘরেই
মোছাক অন্ধকার,
আমি এখন আধ-ছেঁড়া এক
টেলিগ্রাফের তার!
দূরে আছো, নেই তো এখন
হারিয়ে ফেলার ভয়,
ভালোই আছি, থাকবো ভালো
হোক না পরাজয়!