(১)
জোনাই জ্বলে
তমাল বৃক্ষতলে,

ভুল করি যে
তারার মাল্য ভেবে
রঙীন অনুভবে ।

(২)
তোমার হাতে
ধারালো তলোয়ার,

আমার হাতে
ছোট্ট কলমখানি
বদলা নিতে জানি ।