(১)
মায়ের কোলে
যন্ত্রণা কেঁদে মরে,

জিজ্ঞেস করি
-কাঁদিস কেন তোরা ?
-এ শান্তি বসুন্ধরা ।

(২)
চাঁদের পানে
চাইতে লাগে ভয়,

আবার হবো
মৌনের মুখোমুখি
নির্বোধ আমি সুখী !