(১)
পথ হারিয়ে
পথ দেখাবো কারে !

জীবন কাঁদে
কাজল অন্ধকারে
অচিন কারাগারে ।

(২)
মৃত্যু আবার
আসুক নেমে তবে

যখন বুকে
পুতুল বিয়ে হবে
স্মৃতির অনুভবে ।