(১)
গর্ভ আঁধার
ঠিকানা একটিই

ঐ পারাপার
জন্ম মৃত্যু চক্রটি
গড়িছে অন্ধকার ।

(২)
অম্বর পরে
কাজলা দিঘীর ঐ

কম্পিত জল
শ্রাবনেরও ঢল
মোছে নেত্র কাজল ।