(১)
আকাশ পথে
তারার মেলা দূরে

হৃদয় পথে
তোমার চলাচল,
গোপন অশ্রুজল ।

(২)
মাটির বুকে
ঘুমিয়ে আছো সুখে

আমার বুকে
ঘুমায় যতো সুখ,
তোমার প্রিয় মুখ ।