(১)
চেতনাবদ্ধ
তরল অন্ধকার,

বিলুপ্ত পথ
দেহ ছাই অঙ্গার
প্রশান্তি চারিধার ।

(২)
আবেগান্বিত
মায়াভরা বন্ধন,

পরিনাম ঐ:
বিচ্ছেদ আলোড়ন
গর্ভবতী নয়ন ।