(১)
নিঝুম বেলা
শঙ্খচিলের গান,

হৃদয়ে তোর
নিঠুর অভিমান :
বিষণ কাব্য প্রাণ ।

(২)
রাত্রি গভীর
সজল মৃত্যু সাথে

সাঁতরে চলি
কাজল পাথারেতে
আলোর দিশা পেতে ।