(১)
চিটে গুড়ে ফড়িংছানা
কলা পাতায় জল
এই কারনেই বলেছিলাম
নিজের মতো চল ।

(২)
তালের গাছে বটের বাঁধন
কেন এমন হয় ?
জন্মান্তরের আত্মীকরন
এ জনমের নয় ।

রচনা : ০৫/০৭/২০১৫