রক্তজবা পাপড়ী মেলেনি তখনও
গোধূলিরঞ্জিত চঞ্চুতে সঞ্চিত -
অতৃপ্ত চুম্বন
কম্পিত জানালার কাঁচে -
দ্বি প্রচ্ছায়া - যুগলবন্দী বিহগ
কাঙ্খিত কিবা ঈর্ষান্বিত
বক্ষের বেলাভূমি
মৌনতা বিদীর্ণ করে -
বেলানদী বয়ে চলে খরস্রোতায়......
ক্লান্ত হৃদয়ের কাঁচে -
ইপ্সিত ইতিকার আলো
যন্ত্রণার আতর বিলি করে -
সন্ধ্যার গুড়োঁকাঁচ
চঞ্চুর পৃথিবীতে নির্ঘুম প্রয়াস
- ইতি চুম্বনের উষ্ণ স্বরলিপি