ওরা চলে গেছে -
বিশ্বাসের সপ্তসাগর সাঁতরে
তেরোটা মেকি মোহের নদীতে
জলকেলি খেলেছিল
সার্থক স্বার্থ চেতনের বল্লম তুলে
বিবেক হারিয়েছিল -
সমস্ত অধিকার
ওরা চলে গেছে -
ঘুমন্ত মৃত্যুর গায়ে আঁচড় কেটে
যাক না, যতদূর যাক......
ঘুমভাঙা পাখি বসতে পারে -
এই আড়ষ্ট কাঁধে
ওরা চলে গেছে
- ক্ষতি নেই
জানি -
এক মুক্তির আকাশ কাঁদবে অঝোর.......