স্থির অপলক
নাভির নম্র নিউক্লিয়াস,
কক্ষপথ বিচ্যুত ইলেকট্রন কিংবা প্রোটন ।
দীঘল পথে
বিচ্ছিন্নতার পদধ্বনি.....
আলোকের জরায়ূ বিদীর্ণ করে
জন্ম নেয় একটা মৃত্যু ; সংক্ষিপ্ত সংলাপ -
পরিচ্ছন্ন ঘুমের পূর্বের একটা মূহুর্ত ।
জেগে উঠে -
নতুন কোনো ইলেকট্রন কিংবা প্রোটন ।
বিজীত শূন্যতা মহাশূন্যের বুকে খোঁজে
ছায়াপথের যৌবন ।