অসময়ে বৃষ্টি এলো ভাঙছে নদী কূল,
সাগর খোঁজা নদীটি যে করেছে পথ ভুল ।
ভুল কিবা ঠিক পরে হবে সিন্ধু পেলেই হয়,
বেহিসেবী নদীর মনে নেইতো কোনো ভয় !
বেপথে নেই কোনো বাধা নেইকো অবরোধ,
এমনি করেই আমরা সবে হারাই মূল্যবোধ ।
মানবতা গভীর ঘুমে নদীবতার ন্যয়,
মনুষ্যত্ব পাপের কাছে হচ্ছে শুধু হেয় ।
এমনি করে আর কতদিন কাটবে ঘড়িকাল
পুড়বে কবে ঘৃণার রোষে পাপেরই জঞ্জাল ?