মানবীর দেহে চাঁদ খুঁজতে গিয়ে দেখি
নাভীমূলে জমে আছে জরাথ্রূষ্টের ঋণ

চাঁদ বলে কিছু হয় না

বুড়িগঙ্গায় জমে থাকে গাঙুরের গন্ধ
বেহুলার ভেলাটা এখন প্রেগনেন্সির গল্প শোনায়