রাত কেঁদেছে একলা একা
চাঁদের চোখে জল,
নিঝুম ঘরে মুখ লুকিয়ে
কাঁদিস কেন বল?

তোর কান্না কেউ দেখে না
কত্ত অভিমান!
মনে কি তোর পড়ে আজও
মেয়ে বেলার গান?

আমার বুকে মুখ লুকোতি
কষ্ট পেলে খুব,
আজ সেই তুই-টা আমায় ছেড়ে
কোথায় দিলি ডুব!

ভালো থাকিস মেয়ে রে তোর
একলা একা ঘর,
খবর দিবি বুকের ভিতর
নামলে হঠাত্ জ্বর।

যত্ন করে চুল বেঁধে ওই
খোঁপায় দেব ফুল,
কান্না মুছে, মুখ থেকে তোর
সরিয়ে দেব চুল।

পিছন থেকে নাম ধরে আজ
ডাকবো না বারবার,
ইচ্ছে হলেই অন্য কোথাও
করিস রে সংসার।

আয় না তবু একটু কাছে
একটু পাশে বোস,
তারপর যদি মরণও হয়
রবে না আফসোস।

যায় রে যারা দূর অজানায়
আর তো ফেরে নাই,
কেমন হবে আমিও যদি
হঠাত্ চলে যাই!