সেই যে কবে হারিয়ে গেলি
মন বদলের ঝড়ে!
তুই ছাড়া আজ এই 'আমি'টা
বাঁচবে কেমন করে!
ছন্নছাড়া জীবন আমার
একলা বসে কাঁদে,
খুব আদরে, মায়ার টানে
তোকেই শুধু বাঁধে।
খুঁজলে আমায় পাবি রে তুই
থাকবো অনুভবে,
কাঁদিস না রে, কাঁদলে যে তোর
বড্ড কষ্ট হবে!
একলা ফেলে যাস না দূরে
নই রে খারাপ ছেলে,
কত্ত আদর করবো তোকে
বুকের মাঝে পেলে।