আমরা সবাই নামেই মানুষ
মানুষ হতে পারছি কই!
সবটা জেনেও ভুলের পথে
অকারণেই নষ্ট হই!
আমিই সেরা, আমি শ্রেষ্ঠ
অহংকারেই হারাই দিক!
জেদের বশে হাল ছাড়ি না
ভুল করলেও আমিই ঠিক!
আজ এমনি করেই মনুষ্যত্ব
দিন প্রতিদিন হচ্ছে শেষ!
থাকার ঘরে থাকছে শুধু
সব হারানোর নতুন দেশ।