মা তুমি কেমন আছো?
কতদিন হয়ে গেল তোমার আঁচলটা ছুঁয়ে দেখিনি
কতদিন মা বলে ডেকে কোনো বায়না ধরিনি
কতদিন বলিনি তোমার কাছে থাকতেই ভালো লাগছে খুব।
মা তুমিই তো আমার প্রথম প্রেমিকা।
তুমিই তো প্রথম হাঁটতে শেখা, বলতে শেখা
তবু তোমায় কখনো ভালোবাসি বলা হয় না
তোমার পা দুটো ছুঁয়ে কখনো শ্রদ্ধা জানানো হয় না।
মা গো তুমিই আমার প্রিয় ঈশ্বরী।
সব মিথ্যে অঞ্জলি, মিথ্যে অর্চনা, মিথ্যে পুজোতে
ব্যস্ত থাকা অন্ধ মনের গলিপথ
আজ রৌদ্র খুঁজে পেয়েছে মা।
আমার ছেলেবেলায় যে সুতোর শাড়িটা পরতে
সেই শাড়িটা আর একবার পরে কাছে এসো না।
আমার গোপনের সব পবিত্র পুজোর ফুল
তোমার চরণে দিয়ে বলবো ভালোবাসি। ভালোবাসি মা।
তোমাকেই ভালোবাসি।
একবার কাছে এসো না
তোমার কাছে থাকতেই ভালো লাগছে খুব।