দিগন্তের নগ্ন বুকে হাত রেখে অন্ধকার এলেই
ওপাড়ার ঘুমন্ত মেয়েগুলো জেগে ওঠে
শরীরের কালো কালো মেঘগুলো লীন হলেই
নতুন সূর্য...
আগুন নেভে পেটের ভিতর, বুকের ভিতর...
অন্ধকার এলেই অভিনয়ের কামুক জগত!
দেহঘরের লীনতাপে এক একটা বরফের
অন্তিম পরিনতি...
আর একটা অন্ধকার এলেই
তপ্ত উদরে হাত রেখে মেটাতে হয় জ্বলন্ত সূর্যের সুদ!