কবিতার মানে কাগজের দুটো পাতা
কবিতা মানেই রাত বিছানায়
অভাবের ছেঁড়া কাঁথা।

কবিতার মানে শহরের ফ্ল্যাট বাড়ি
কবিতা মানেই কানা ঘুঁষো গলি
মৃত লাশ, ছেঁড়া শাড়ি।

কবিতার মানে সময়ের মাপকাঠি
কবিতা মানেই একলা পৃথিবী
নিঃসঙ্গ হাঁটাহাঁটি।

কবিতার মানে হৃদয়ে লুকোনো ক্ষত
কবিতা মানেই অগোছালো ঘর
ভীষন ব্যক্তিগত।

কবিতার মানে শূন্যতা দুটি হাতে
কবিতা মানেই অনাথ জীবন
আবেগের ফুটপাতে।

কবিতার মানে আমার আমিতে একা
কবিতা মানেই তোমার তুমিতে
অবিরত চেয়ে থাকা।