যন্ত্রণা, তুমি থেকো আর কিছুদিন
আমার প্রেমিকা তোমাকে বড্ড চায়
অভ্যেসে রোজ কাঁচের টুকরো করে
ছড়াতে ভীষন আমার এ বারান্দায়।
যন্ত্রণা, তুমি হঠাত্ই চলে যাবে!
শোনাবে না আর বুক পকেটের গান?
দখিনা বাতাসও বলবে না চুপিচুপি -
নিঝুম দুপুরে আদর কুড়িয়ে আন।
যন্ত্রণা, তুমি প্রেমিকার চোখে দেখো
কাঁদিনি তাই তো কাঁদছে সে বারোমাস
কি দারুন প্রেম! অদ্ভুত লেনাদেনা!
কারো ঠোঁটে হাসি কারো বা সর্বনাশ!
যন্ত্রণা, দেখো আয়না হয়েছে মেয়ে
তুমি রৌদ্র হইয়ো, আয়নাতে নেই ভুল
প্রতিফলনের ভালোবাসা বুকে নিয়ে
রোজই গন্ধ ছড়াবে নষ্ট কাগজ ফুল।