বেশ ভালো আছি পুরানো বইয়ের গন্ধ ভরা কামরায়
আগের চেয়ে বেশ ভালো

নতুন কিছু মরদাঙ্গি ম্যাগাজিনের পাতায় পাতায়
বেশ মিষ্টি লাগে - কামরাঙা স্বপ্নগুলো

নিষ্কাম ভালোবাসা তো ঈশ্বরও চায় না
আর আমিও ঈশ্বর হতে চাই নি
তবু, প্যান্টের পকেটে হাত গেলেই
একটা কামার্ত নক্ষত্রের গন্ধ লাগে ...

প্রাচীন গুহার কবজ খুলে তোমার হাত ধরতে গেলেই
আমি বেহায়া হয়ে যাই

তবু কারও কারও কাছে আজও ঈশ্বর হয়ে আছি ...