হাসছে আকাশ রোদ ছড়িয়ে
হাসছে কানের দুল,
হাসছে কতো নিরব ছায়া
ভোরের হলুদ ফুল।

হাসির হাওয়া ব্যালকনিতে
পাখির কলরব,
হাসছে ছাদে নীল শাড়িটাও
হাসছে ফুলের টব।

তুমিও হাসো আগের মতোই
ছোট্ট ফুলের ঘাস,
ফুটপাতের ওই মানুষগুলোও
হাসুক বারোমাস।