এখানেই মানুষেরা জন্ম নেয়
এখানেই মানুষেরা বৃদ্ধ হয়
এখানেই 'তুমি' আর 'আমি'
সহবাসে সংগমে ...
এখানেই সব নীল ঝিল খামে
গোলাপী গোলাপী স্বপ্নের পরিচয়
এখানেই -
ভক্তির মুখে মা ডাক শোনে - ভয়
এখানেই -
পৃথিবী যুক্তির পৃথিবী মুক্তির
পৃথিবী ধুত্তুর পৃথিবী মৃত্যুর ...
এখানেই চলে -
ঘুমে ক্লাসরুমে নির্ভীক বিনিময়
এটা পৃথিবীর অপরাধহীন সাহসী বেশ্যালয়