একটা বছর চলে গেল শেষে
এক বসন্ত লীন,
আরো এক সাল জীবন খাতায়
লিখলো জন্মদিন।
আরো এক ধাপ মৃত্যুর দিকে
এগিয়েছি শেষমেষ,
সময়ের সাথে রেখে যাই পথে
স্মৃতিদের ভাগশেষ।
ছুঁয়ে যাই রোদ, বৃষ্টির ফোঁটা
ব্যস্ততা খোলা চুল,
বসন্ত যদি ফিরে আসে আরও
ফুটবে হাজার ফুল।
জন্মদিনের নীলিমায় আজ
উড়ছে শঙ্খচিল,
বাতাসের কানে সুর তোলে ওই
আলোর অন্তমিল।
হারানো সময় পিছু ডেকে যায়
চলে যায় বহুদূর,
ভুলতে পারি না স্মৃতিমাখা কত
সোনা ঝরা রোদ্দুর।
শৈশব এসে ডাকে কতবার
আসে না রাতের ঘুম,
মনে পড়ে সেই মায়ের আঁচল
কিশলয়, ক্লাসরুম।
কত প্রিয়জন পর হয়ে যায়
ভেঙে যায় প্রিয় মন,
কত-শতবার হয়ে গেছি আমি
তাদেরই প্রয়োজন।
তবুও কষ্ট রাখিনি হৃদয়ে
করে গেছি কত ভুল,
স্মৃতির নীলিমা দিয়ে যায় এসে
জন্মদিনের ফুল।