লড়াই মানেই রক্তের খেলা
এমনটা কভু নয়,
সব লড়াইয়েতে থাকবে বিজেতা
থাকবেই পরাজয়।
অনেক লড়াই গোপনে থেকেও
নিরবেও লড়া যায়,
আসল জীবনে শূন্যতা ছাড়া
বেশি কিছু আর নাই!
মিথ্যে লড়াইয়ে জিতে যাও তুমি
বিজয়ের কিবা দাম!
দিনের শেষেতে পড়ে রবে সেই
ছেঁড়া প্রেম অ্যালবাম।
লড়াইটা যদি ডাস্টার হয়ে
মুছে দেয় কালো রাত,
সেই লড়াইয়েতে থাকবো আমিও
আনতে সুপ্রভাত।