একটা কবিতা লেখা হলেই শান্তির ঘুম ।
একটা কবিতা লেখা হলেই
কাটাকুটি নদীর পাড়ে বাধ্য কিশোর ।
আবারো অবাধ্য ভাবনায় বসন্তে বিমুখ ।

আকাশের ভুঁইয়ে শাবল গাঁথছে বুক ।

একটা কবিতা লেখা হলেই কাহিনীর ক্লাসরুম ।
একটা কবিতা লেখা হলেই
অপেক্ষার হাত ধরে রাতের আদর ।
আবারো নক্ষত্র চোখে হেঁটে হেঁটে যাওয়া সুখ ।

কত শত নির্ঘুম নগরীর মুখ
আবারো দেখে দেখে যায় -
বেড়ে বেড়ে চলে পৃথিবীর যৌবন ।