কে আগে বলবে কথা
ভাঙাবে কে রাগ?
দু দিকেই দুটি মনে
বিরহের দাগ!

শুরু হয় মন জুড়ে
ইগোর লড়াই,
মিছে অভিমানে সব
শেষ হয়ে যায়।