এক বাটি তেল সামনে তোলা
এক দল হাঁস স্নানের বেলা
ঠোঁট চুবিয়ে সে তেল দিয়ে দেহটা ভেজায় !
আর একটি দল কান্ড দেখে
জলের তলে মুখটি রেখে
পাছা তুলে অট্টহাস্যে গড়াগড়ি খায় ।
***(কবিতাটি অনেকদিন আগের লেখা । আজ পুরানো লেখার খাতায় কবিতাটি হঠাৎ খুঁজে পেলাম)***