(১)

সূর্যের মতো কত সূর্যেরা ভেঙে যায় প্রতিদিন
চিরঞ্জীবির চিরকূট লেখে- রক্তরথের চীন ।

               (২)

সমাজ সাগরে হাভাতে হাঙর- হিম হিসাবের হাল
চোরা চিরকূট টানে স্বাক্ষর, চঞ্চলা মহাকাল ।