তৃষাতুর চোখে চেয়ে থাকো কেন মেয়ে
তোমারও কি কেউ হারিয়েছে বেলাশেষে?
চেয়ে দেখো কতো অজানা পাখির দল
ফিরে যায় ঘরে শূন্যতা ভালোবেসে।
একদিন ঠিকই আকাশ ডিঙিয়ে যেও
কান্নাটা শুধু মুছে নিও সাঁজবেলা,
বইবে সেদিনও উপন্যাসের নদী -
ছোটোগল্পের নিদারুণ অবহেলা।
খোঁপার শিয়রে শিশিরের মেঘগুলো
কচি রোদ হয়ে টুপটাপ যাবে ঝরে,
ঘাসফড়িং-এর নিষ্পাপ প্রেমালাপে -
জেগে রবে চাঁদ ঘাসবিছানার ঘরে।
আকাশে যেদিন জাগবে না কোনো তারা
চাঁদের চিবুকে চুম্বন দিও এঁকে,
মানবী তোমার আঁচলের ভাঁজ খুলে
ভালোবাসাটুকু দিয়ে যেও পৃথিবীকে।